Thursday, 02 January 2025

   07:05:10 PM

logo
logo
মোবাইলে বিরক্তিকর প্রমোশনাল মেসেজ না পেতে যা করবেন

3 years ago

সেবার মান আরও উন্নত করতে ‘ডু নট ডিস্টার্ব বা ডিএনডি’ সেবা চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। মুঠোফোনে বাণিজ্যিক প্রচারণামূলক খুদে বার্তা না পেতে চাইলে ইউএসডিডি কোড ডায়াল করে চালু করা যাবে এ সেবা।

সিম কোম্পানির একের পর এক পাঠানো প্রচারণামূলক মেসেজ বন্ধ করতে গ্রামীণফোনের ক্ষেত্রে *১২১*১১০১# ডায়াল করে, বাংলালিংকের ক্ষেত্রে *১২১*৭*১*২*১# ডায়াল করে এবং রবি ও এয়ারটেলের ক্ষেত্রে *৭# ডায়াল করলে বাণিজ্যিক প্রচারণামূলক খুদে বার্তা আসবে না।

বিটিআরসি বিজ্ঞপ্তি বলেছে, মোবাইল অপারেটরদের নিত্যনতুন সেবা সম্পর্কে জানতে বাণিজ্যিক প্রচারণামূলক খুদে বার্তা সহায়ক ভূমিকা পালন করে। তবে ক্ষেত্রবিশেষে গ্রাহকদের কাছে এ ধরনের খুদে বার্তা প্রাপ্তি বিরক্তিকর বলে প্রতীয়মান হয়। এক্ষেত্রে গ্রাহক ইচ্ছা করলে মোবাইল অপারেটরদের পাঠানো বিভিন্ন প্রমোশনাল মেসেজ বন্ধ করতে পারবেন।