Tuesday, 16 July 2024

   11:06:41 PM

logo
logo
নতুন ৭ সাফল্য উন্মোচন করলো ইরান

3 years ago

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর পদাতিক ইউনিট রবিবার সাতটি নতুন সাফল্য উন্মোচন করেছে। এর মধ্যে রয়েছে ড্রোনের কিছু উন্নত সরঞ্জাম, মাইক্রো টার্বোজেট ও বিশেষ ধরণের রাডার।

এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজ্যান্স ভিত্তিক বিমান উড্ডয়ন সংক্রান্ত একটি বিশেষ ব্যবস্থাও চালু করা হয়েছে।

নতুন সাফল্য উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপ-প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি ও পদাতিক ইউনিটের প্রধান আমির হেইদারি।

ইরানি বিশেষজ্ঞরাই আধুনিক এসব সরঞ্জাম তৈরি করেছেন। ইরানের বিপ্লবী সামরিক বাহিনী প্রথম থেকেই স্বনির্ভরতা অর্জনের যে চেষ্টা চালিয়ে আসছে তারই অংশ হিসেবে নিয়মিত সামরিক সরঞ্জাম তৈরি করা হচ্ছে।পার্সটুডে