Monday, 23 December 2024

   07:53:37 AM

logo
logo
যুক্তরাষ্ট্রে নৌকা ডুবিতে ৩ জনের মৃত্যু

3 years ago

আরএমপি নিউজঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে রোববার (২ মে) অতিরিক্ত যাত্রী বোঝাই একটি নৌকা ডুবে যাওয়ায় তিন জনের মৃত্যু ঘটেছে এবং আহত হয়েছে ২৭ জন । চোরাচালানের কাজে ব্যবহৃত এ নৌকা তটরেখায় দ্বিখন্ডিত হয়ে পড়ায় এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান দিগোর কাছে রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। ৪০ ফুট দীর্ঘ (১২ মিটার) নৌকাটি আস্তে আস্তে ভেঙ্গে পড়ে এবং এতে থাকা সকল যাত্রী উত্তাল পানিতে লাফ দেয়।

কাস্টম অ্যান্ড বর্ডার প্রটেকশন পাবলিক অ্যাফেয়ার্স অফিসের জেফারি স্টিফেনসন বলেন, নৌকাটি চোরাকারবারের কাজে ব্যবহার করা হচ্ছিল। একজন মানুষকে দিয়ে বর্ডার পেট্রল এজেন্টরা এ চোরাচালান পরিচালনা করছিল বলে আমরা ধারণা করছি।

সান দিগো ফায়ার-রেসক্যু ডিপার্টমেন্টের মুখপাত্র জোসে ইসী বলেন, দুর্ঘটনা স্থল থেকে ২৭ জনকে জীবিতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে কেউ কম এবং কেউ বেশি আঘাত পেয়েছে।