Monday, 23 December 2024

   03:04:08 AM

logo
logo
আরব সাগরে বিপুল পরিমাণ অস্ত্র আটক করেছে যুক্তরাষ্ট্র

3 years ago

আরএমপি নিউজঃ উত্তর আরব সাগরে আন্তর্জাতিক জলসীমায় রাষ্ট্রীয় মালিকানাহীন একটি নৌযান থেকে বিপুল পরিমান অস্ত্র আটক করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। জব্দ করা এসব অস্ত্র চীন ও রাশিয়ায় তৈরি হয়েছে বলে দাবি মার্কিন নৌবাহিনীর।

গত ৬ ও ৭ মে নিয়মিত টহলের অংশ হিসেবে আরব সাগরের উত্তরাংশ থেকে অস্ত্রের এ চালান আটক করা হয়। বাহরাইনের উপকূলে অবস্থান করা যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর অস্ত্রের এ চালান আটক করেছে। এসব অস্ত্র এখন যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছে।

মার্কিন নৌবাহিনী জানায়, জব্দ করা এসব অস্ত্রের মধ্যে রাশিয়ার তৈরি কয়েক ডজন ট্যাংক ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র, চীনের তৈরি হাজারের বেশি টাইপ-৫৬ রাইফেল, শতাধিক পিকেএম মেশিনগান, স্নাইপার রাইফেল, গ্রেনেড লঞ্চার রয়েছে।

মার্কিন নৌবাহিনী আরও জানায়, বেআইনি অস্ত্রের চালানের কার্গোগুলো নামানোর পরে আটক নৌযানটির নাবিকদের ছেড়ে দেওয়া হয়েছে। যে নৌযান থেকে অস্ত্রগুলো জব্দ করা হয়েছে, সেটাতে কোন দেশের পতাকা ছিল না। সেটি একটি সাধারণ পালতোলা নৌযান ছিল।