Monday, 23 December 2024

   02:30:06 AM

logo
logo
শিশুদের জন্য প্রকাশিত হতে যাচ্ছে মেগান মার্কেলের লেখা বই

3 years ago

স্বামী প্রিন্স হ্যারির সাথে সন্তান আর্চির মধুর সম্পর্ক দেখে শিশুদের জন্য একটি বই প্রকাশ করতে যাচ্ছেন মেগান মার্কেল। শিশুদের জন্য লেখা বইটির নাম ‘দ্য বেঞ্চ’। প্রিন্স হ্যারি ও মেগানের সন্তান আর্চি ইতিমধ্যে দুবছরে পা দিয়েছে।

এক ঘোষণায় আগামী ৮ জুন বইটি প্রকাশিত হবার কথা রয়েছে। এর অঙ্গসজ্জা করেছেন ক্রিশ্চিয়ান রবিনসন। প্রিন্স হ্যারি ও মেগান রাজপরিবার ত্যাগ করে বর্তমানে আমেরিকার ক্যালিফোর্ণিয়ায় বসবাস করছেন।