আরএমপি নিউজঃ বিশ্বের বিভিন্ন দেশে কোভিড সংক্রমণ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন নির্দেশনা জারি করেছে। শুক্রবার (১৪ মে) জারি করা নতুন এই নির্দেশনা কার্যকর থাকবে ১৬ মে থেকে ১৩ জুন পর্যন্ত।
নির্দেশনায় যানবাহন, মার্কেট অফিস-আদালতে জনগণের চলাচল সীমিত করা হয়েছে। এছাড়া বাসায় থেকে কাজ করা, রেস্টুরেন্টগুলোতে ডাইনিং বন্ধ রেখে শুধু খাবার ডেলিভারি সার্ভিস চালু রাখা এবং বাসা-বাড়িতে সর্বোচ্চ দুজন দর্শণার্থীর অনুমোদনসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও লোকসমাগমকে নিয়ন্ত্রিত করা হয়েছে।
এর ধারাবাহিকতায় প্রবাসী শ্রমিকদের কোভিড বিস্তার থেকে সুরক্ষিত রাখার জন্য, কনস্ট্রাকশন, ইন্ডাস্ট্রিয়াল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে কর্মরত সবাইকে গতিবিধি অ্যাপস টুগেদার ও বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে।