Monday, 23 December 2024

   02:20:51 AM

logo
logo
২৪ ঘন্টায় ভারতে করোনায় ৪ হাজার ২০৯ জনের মৃত্যু

3 years ago

গত ২৪ ঘন্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ২০৯ জনের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯১ হাজার ৩৩১ জন।

অন্যদিকে ভারতে দৈনিক করোনা সংক্রমণ পরপর পাঁচ দিনে ৩ লাখের নিচে নেমে এসেছে, গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৯ হাজার।  নতুন সংক্রমিতসহ মোট আক্রান্তদের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৯৯১ জন। 

মোট আক্রান্তদের মধ্যে ৩০ লাখ ২৭ হাজার সক্রিয় রোগী হিসেবে চিকিৎসাধীন। এই সংখ্যা মোট আক্রান্তের ১১.৬৩ শতাংশ। দেশটিতে করোনা মুক্ত হওয়ার হার ৮৭.২৫ শতাংশ।

করোনা থেকে সুস্থ হয়েছে ২ কোটি ২৭ লাখ ১২ হাজার ৭৩৫ জন। মৃত্যুও হার ১.১২ শতাংশ।

২০ মে পর্যন্ত ভারতে ৩২ কোটি ৪৪ লাখ ১৭ হাজার ৮৭০ জনের করোনা টেস্ট হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার ২০ লাখ ৬১ হাজার ৬৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।