Sunday, 22 December 2024

   09:52:04 PM

logo
logo
চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩

3 years ago

আরএমপি নিউজঃ চীনের কয়েক দফার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৭ জন। স্থানীয় কর্মকর্তা ও ভূতত্ত্ববিদরা শনিবার (২২ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেন। 

উত্তর-পশ্চিমাঞ্চলের কিনঘাই প্রদেশ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশ ভূমিকম্প প্রবণ এলাকা হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি আঘাত হেনেছে ইউনান প্রদেশে। স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ৪৮ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। আর শনিবার ভোরে দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে, যা প্রথম ভূমিকম্পের প্রায় ১,০০০ কিলোমিটার উত্তরে মধ্য চীনের কিংহাই প্রদেশের দক্ষিণাঞ্চলে, এর মাত্রা ছিল ৭ দশমিক ৩।