মালির সদস্য পদ স্থগিতের ঘোষণা দিয়েছে আফ্রিকান ইউনিয়ন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা।
বিবৃতিতে বলা হয়েছে, মালিতে স্বাভাবিক সাংবিধানিক শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত আফ্রিকান ইউনিয়ন, এর সকল অঙ্গ সংগঠন ও প্রতিষ্ঠানের সব ধরনের কার্যক্রমে দেশটির অংশগ্রহণ বন্ধ থাকবে।
মালিতে গত নয় মাসের মধ্যে দ্বিতীয় সামরিক অভ্যুত্থানের কারণে এ পদক্ষেপ নিয়েছে আফ্রিকান ইউনিয়ন ।