Sunday, 22 December 2024

   04:35:15 PM

logo
logo
বরিস জনসনকে সাইকেল উপহার দিলেন বাইডেন

3 years ago

আরএমপি নিউজঃ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে সম্পূর্ণ হাতে তৈরি একটি বাইসাইকেল উপহার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জি-৭ সম্মেলনে যোগ দেওয়ার আগে জনসনের জন্য এটি বিশেষভাবে অর্ডার দিয়ে তৈরি করান বাইডেন। সাইকেলটির সঙ্গে ম্যাচিং করা একটি হেলমেটও রয়েছে। 

ফিলাডেলফিয়ার একটি ছোট ফার্মে সাইকেলটি তৈরি করা হয়েছে। এর রঙ লাল, সাদা এবং নীল। সম্পূর্ণ হাতে বানাতে অনেক সময় লাগলেও এই সাইকেলটি খুব দ্রুত বানানো হয়েছে। এমনিতে জনসন সাইকেল খুব ভালোবাসেন। প্রায়ই লন্ডনের রাস্তায় তাকে সাইকেল চালাতে দেখা যায়।

জানা গেছে, গত ২৩ মে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সাইকেলটির অর্ডার দিতে ওই ফার্মের সঙ্গে যোগাযোগ করে। সেখানে মাত্র চারজন কর্মী কাজ করেন। বাইডেনের বিশেষ আগ্রহেই অত্যন্ত অল্প সময়ে সাইকেলটি তৈরি করা হয়। সূত্রঃবিবিসি