Friday, 11 October 2024

   12:09:13 AM

logo
logo
পবিত্র আশুরা নিরাপদ ও নির্বিঘ্নে উদ্যাপনের জন্য সম্মানিত জনসাধারণকে পরামর্শ গ্রহণের অনুরোধ

5 years ago

আসন্ন পবিত্র আশুরা নিরাপদ ও নির্বিঘ্নে উদ্যাপনের জন্য সম্মানিত জনসাধারণকে নিম্মোক্ত পরামর্শ গ্রহণের অনুরোধ জানানো হচ্ছে ঃ


১. আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলসমূহ নির্ধারিত স্থান হতে ট্রাফিক পুলিশের নির্দেশিত রুটে চলাচলের জন্য অনুরোধ করা যাচ্ছে।
২. তাজিয়া মিছিলে অংশগ্রহণকরীরা কোন ধরণের অস্ত্র, বিস্ফোরক দ্রব্য/দাহ্য পদার্থ, পটকা, আঁতশবাজি  ইত্যাদি বহন ও ব্যবহার থেকে বিরত থাকার জন্য বলা হচ্ছে।
৩. তাজিয়া মিছিলে বহনকারী নিশানে ব্যবহারিত লাঠিসমূহের দৈর্ঘ্য কোনক্রমে ১২ ফুটের উর্দ্ধে হবে না।
৪. মিছিলকারীরা বড় ছোরা, বর্শা, চাবুক/চাকু ইত্যাদি বহন করতে পরবে না এবং মিছিলে অংশগ্রহণকারীরা নিজেরা নিজেদের শরীরে রক্তপাত ঘটানোর মত কর্মকান্ড হতে বিরত থাকার জন্য বলা হচ্ছে।
৫. মিছিল উৎপত্তিস্থল হতে শুরু হওয়ার পর পথিমধ্যে ছোট ছোট গলি থেকে গ্রæপ আকারে অন্য কেউ অংশগ্রহণ করতে পারবে না।
৬. প্রতিটি তাজিয়া মিছিলের অগ্রভাগে স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে এবং প্রত্যেক স্বেচ্ছাসেবকের গলায় পরিচয় পত্র স্বরুপ কার্ড ঝুলাতে হবে।
৭. নির্ধারিত সময়ের পূর্বে এবং পরে অন্য কোথাও সমবেত হওয়া যাবে না।
৮. মিছিলে অংশ্রগহণকারীরা মুখ আবৃত করে/মুখোশ জাতীয় কোন কিছু ব্যবহার করতে পারবে না।
৯. তাজিয়া মিছিলসমূহ দিনের আলোয় অর্থাৎ সন্ধার পূর্বেই শেষ করতে হবে।
১০. তাজিয়া মিছিলে কোন ধরণের সন্দেহ ভাজন উপস্থিতি লক্ষ্য করা গেলে নিকটস্থ পুলিশকে অবহিত করতে হবে।
১১. হিজাব বা বোরখা পরলেও সমস্ত মুখোমন্ডল খোলা রাখতে হবে।
১২. প্রয়োজনে রাজশাহী মহানগরীর পুলিশের সহায়তার জন্য আরএমপি পুলিশ কন্ট্রোল রুমের 
ফোন নং-০৭২১-৭৬০১৭০, মোবাঃ ০১৭৬৯-৬৯০৫১৬ এবং ৯৯৯  (টোল ফ্রি) নম্বরে যোগাযোগ করুন।