Sunday, 22 December 2024

   10:08:56 AM

logo
logo
করোনা রোধে থাইল্যান্ডে রাত্রিকালীন কারফিউ জারি

3 years ago

আরএমপি নিউজঃ করোনাভাইরাস মোকাবেলায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককসহ নয়টি প্রদেশে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।

শুক্রবার (৯ জুলাই) এক বৈঠক শেষে করোনা টাস্কফোর্সের সরকারি এক কর্মকর্তা এ ঘোষণা দেন। দেশটিতে আগামী সোমবার (১২ জুলাই) থেকে কারফিউ চালু হবে।

দেশটিতে প্রতিদিন রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। নির্ধারিত এই সময়ে লোকজনকে ঘরে থেকেই কাজ করতে হবে, বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া নিষেধ।

এছাড়া সুপারমার্কেট, রেস্টুরেন্ট, ব্যাংক, ফার্মেসি ও ইলেকট্রনিক্স স্টোরস খোলা থাকতে পারলেও অন্য সব দোকান বন্ধ থাকবে। আর শপিংমলগুলো রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। পাঁচ জনের বেশি মানুষ একত্র হতে পারবেন না। আর রাত ৯টা থেকে বন্ধ থাকবে গণপরিবহন।