Sunday, 22 December 2024

   09:59:49 AM

logo
logo
মার্কিন ‘যুদ্ধজাহাজ’ তাড়িয়ে দিল চীন

3 years ago

চীনের ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক ক্রমশই বৈরী হচ্ছে। এমন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজকে তাড়িয়ে দিয়েছে এশিয়ার পরাশক্তি চীনের সামরিক বাহিনী।

যুদ্ধজাহাজটি দক্ষিণ চীন সাগরে পার্সেল দ্বীপপুঞ্জের কাছে চীনের সীমানায় অবৈধভাবে প্রবেশ করেছিল বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। সোমবার (১২ জুলাই) এ ঘটনা ঘটে বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

এ ব্যাপারে এক বিবৃতিতে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সাউদার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, উত্তেজনা সৃষ্টিকারী এমন কর্মকাণ্ড দ্রুত সময়ের মধ্যে বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাবো।