Saturday, 21 December 2024

   10:44:18 PM

logo
logo
ইসরাইলি মিসাইল প্রতিহত ও ধ্বংস করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট

3 years ago

সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট সফলতার সাথে ইসরাইলের দুটি গাইডেড মিসাইল প্রতিহত ও সেগুলোকে ধ্বংস করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (রোববার) এ তথ্য জানিয়েছে।

রাশিয়ান রিকনসিলিয়েশন সেন্টার ফর সিরিয়া’র প্রধান রিয়ার অ্যাডমিরাল ভাদিম কুলিত গতকাল এ তথ্য প্রকাশ করেন। তিনি জানান, ইহুদিবাদী ইসরাইলের দুটি এফ-১৬ বিমান থেকে গাইডেড মিসাইল ছোঁড়া হয় তবে তাৎক্ষণিকভাবে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী পাল্টা ব্যবস্থা নেয় এবং ক্ষেপণাস্ত্র দুটি মধ্য আকাশে ধ্বংস হয়। রাজধানী দামেস্কের দক্ষিণে সাইয়্যেদা জয়নাব শহরের ওপর ক্ষেপণাস্ত্র দুটির ধ্বংসাবশেষ পড়ে।

সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিটি ইসরাইলের গাইডেড মিসাইল ধ্বংস করার কাজে রাশিয়ার দেয়া বাক-এমটুই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে।

এ নিয়ে চলতি সপ্তাহে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার ওপর তিন দফা ক্ষেপণাস্ত্র হামলা চালালো। এর আগে গত বুধবার ও সোমবার দখলদার বাহিনী সিরিয়ার ওপর দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে প্রতিবারই সিরিয়ার সামরিক বাহিনী ইসরাইলের ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে সক্ষম হয়েছে। খবর পার্স টুডে