Monday, 30 December 2024

   11:48:24 PM

logo
logo
জার্মানিতে রাসায়নিক পার্কে বিস্ফোরণ, নিহত দুই

3 years ago

জার্মানির লেভারকুজেনে মঙ্গলবার একটি রাসায়নিক পার্কে বিস্ফোরণের পর আগুন ধরে যায়৷ এতে দুজন নিহত ও অন্তত ৩১ জন আহত হয়েছেন৷ এখনও পাঁচজন নিখোঁজ আছেন৷ বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি৷

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে বিস্ফোরণের পর আকাশে কালো ধোঁয়া দেখা গেছে৷ এই ধোঁয়ায় বিষাক্ত রাসায়নিক উপাদান আছে কিনা তা নিশ্চিত করেননি ফ্রিডরিশ৷ প্রায় ৪০ কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জার্মানির প্রচারমাধ্যম ডেয়ার স্পিগেল জানিয়েছে৷ কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়৷

‘শেমপার্ক’ নামের এই রাসায়নিক পার্কে প্রায় ২০০টির মতো প্ল্যান্ট আছে বলে পার্কের ওয়েবসাইটে বলা হয়েছে৷ এই পার্কে পাঁচ হাজারের বেশি রাসায়নিক পদার্থ তৈরি করা হয়৷ এছাড়া বিপজ্জনক রাসায়নিক বর্জ্য পুড়িয়ে ফেলতে আছে ‘ওয়েস্ট অ্যান্ড রিসাইক্লিং ম্যানেজমেন্ট সেন্টার’৷ সেখানেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে৷ এতে সেখানকার তিনটি ট্যাংক ‘পুরোপুরি কিংবা আংশিক’ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন শেমপার্ক পরিচালনাকারী সংস্থা কুরেন্টার প্রধান লার্স ফ্রিডরিশ৷ ট্যাংকগুলোতে তরল ছিল, যা পোড়ানোর অপেক্ষায় ছিল৷

দুর্ঘটনার পর লেভারকুজেন শহরের বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দেয়া হয়েছিল৷ কয়েক ঘণ্টা পর তা তুলে নেয়া হয়৷ এক লাখ ৬০ হাজারের বেশি মানুষ ঐ শহরে বাস করেন৷ জার্মানির সবচেয়ে জনবহুল রাজ্য নর্থরাইন ওয়েস্টফালিয়ায় লেভারকুজেন অবস্থিত৷ অন্যতম বড় শহর কোলন থেকে এই শহরের অবস্থান প্রায় ২০ কিলোমিটার উত্তরে৷ খবর:ডয়েচেভেলে