Friday, 26 April 2024

   01:17:20 AM

logo
logo
শোনমেকারের হাত ধরেই দক্ষিণ আফ্রিকার প্রথম স্বর্ণজয়

2 years ago

টোকিও অলিম্পিকে আফ্রিকা তাতজানা শোনমেকারের হাত ধরে কয়েকদিন আগেই  রেকর্ড গড়েও মূল লড়াইয়ে রুপা জেতা, এই অ্যাথলেট এবার রেকর্ড গড়ে জিতেছেন সোনা। বিশ্ব রেকর্ড গড়ে প্রথম স্বর্ণপদক জিতেছে দক্ষিণ আফ্রিকা। মেয়েদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে দারুণ কীর্তি গড়েন শোনমেকার। রেকর্ড গড়ে অবাক শোনমেকার বললেন, ‘আমি মোটেও এটির আশা করছিলাম না।’

আজ টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারের নীল জলে ২ মিনিট ১৮ দশমিক ৯৫ সেকেন্ড সময় নিয়ে রিক্কে মোলার পেদারসেনের রেকর্ড নিজের করে নেন শোনমেকার। ২০১৩ সালের বিশ্ব চ্যাম্পিয়ন্সশিপে ২ মিনিট ১৯ দশমিক ১১ সেকেন্ড টাইমিং করে বিশ্বরেকর্ড গড়েছিলেন ডেনমার্কের পেদারসেন।

শোনমেকারের নিকটতম দুই প্রতিদ্বন্দ্বীই ছিলেন যুক্তরাষ্ট্রের। লিলি কিং ২ মিনিটি ১৯ দশমিক ৯২ সেকেন্ড টাইমিংয়ে রৌপ্য আর এনি লেজর ২ মিনিটি ২০ দশমিক ৮৪ সেকেন্ড টাইমিং নিয়ে জিতেছেন ব্রোঞ্জ পদক।