Tuesday, 21 January 2025

   08:15:37 AM

logo
logo
অ্যাপল ওয়াচ সিরিজ ৬: সবচেয়ে জনপ্রিয় স্মার্টওয়াচ

3 years ago

আরএমপি নিউজ: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্মার্টওয়াচ অ্যাপল ওয়াচ সিরিজ ৬। স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। জুন নাগাদ ৯৫ লাখ স্মার্টওয়াচ বিক্রির মাধ্যমে বৈশ্বিক স্মার্টওয়াচ বাজারে নেতৃত্ব দিচ্ছে অ্যাপল।

প্রতিবেদনে দেখা যায়, স্মার্টওয়াচ বাজারের ৫২ দশমিক ২ শতাংশ শেয়ার মার্কিন প্রযুক্তি জায়ান্টটির। তার পরই রয়েছে স্যামসাং (১১%) এবং গারমিন (৮ দশমিক ৩%)। শীর্ষ তিনের বাইরে রয়েছে শাওমি, অপো ও ফিটবিটের মতো কোম্পানি। সম্মিলিতভাবে ৫১ লাখ ইউনিট স্মার্টওয়াচ বিক্রির মাধ্যমে ২৮ দশমিক ২ শতাংশ বাজার শেয়ার তাদের।

স্ট্র্যাটেজি অ্যানালিটিক্সের নির্বাহী পরিচালক নিল মাওস্টন বলেন, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ৯৫ লাখ স্মার্টওয়াচ বিক্রি করেছে অ্যাপল, যা ২০২০ সালের একই প্রান্তিকের ৬৫ লাখ ইউনিট থেকে ৪৬ শতাংশ বেশি। অ্যাপল ওয়াচ সিরিজ ৬ এ পর্যন্ত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্মার্টওয়াচ মডেল।

প্রতিবেদনে আরো বলা হয়, ২০২১-এর দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্টওয়াচ বিক্রি বছরওয়ারি ৪৭ শতাংশ বেড়ে ১ কোটি ৮১ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। ২০২০ সালের একই প্রান্তিকে যেখানে বিক্রি হয়েছিল ১ কোটি ২৩ লাখ। ২০১৮ সালের পর স্মার্টওয়াচে এটি হচ্ছে সর্বোচ্চ প্রবৃদ্ধি। ১৪ সেপ্টেম্বর নতুন আইফোনের সঙ্গে সঙ্গে অ্যাপল ওয়াচ সিরিজ ৭ বাজারে আনতে পারে। খবর:বনিকবার্তা