Monday, 25 September 2023

   09:35:23 PM

logo
logo
রাজশাহী মহানগরীতে ৯৭ লিটার চোলাইমদসহ ১ মাদক ব্যবসায়ী আটক

1 year ago

আরএমপি নিউজঃ রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম চারখুটার এলাকায় চোলাইমদ বিক্রয়ের সময় একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামী হলো, মোঃ সোহরাব আলী মিঠু (৪২)। সে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া গ্রামের মৃত ইসবর আলীর ছেলে।

গত ২৩ নভেম্বর ২০২১ বেলা পৌনে একটায় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম চারখুটার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ এম এ মাসুদ পারভেজ জানান, এক ব্যক্তি কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম চারখুটার এলাকায় বাড়িতে চোলাইমদ বিক্রয় করছে মর্মে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় এসআই মোঃ তাজ উদ্দিন আহম্মেদ ও তার টিম অভিযান পরিচালনা করে আসামী মিঠুকে গ্র্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৯৭ লিটার চোলাইমদ উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।