Friday, 24 January 2025

   12:44:48 PM

logo
logo
হারানো মোবাইল উদ্ধার করে দিলো আরএমপি সাইবার ক্রাইম ইউনিট

3 years ago

আরএমপি নিউজঃ রাজশাহী মহানগরীতে হারানো মোবাইল উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করেছে আরএমপি সাইবার ক্রাইম ইউনিট।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার মহিষবাথান গ্রামের মনিরুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোন গত ৬ নভেম্বর ২০২১ বিকেল সাড়ে চারটায় লক্ষীপুর হতে মহিষবাথান কলোণীতে যাওয়ার সময় হারিয়ে ফেলে। উক্ত সংক্রান্তে রাজপাড়া থানায় একটি হারানো জিডি এন্ট্রি হয়।

জিডি এন্ট্রির পরবর্তীতে সাইবার ক্রাইম ইউনিটের সহকারি পুলিশ কমিশনার জনাব উৎপল কুমার চৌধুরীর নির্দেশনায় ও সার্বিক তত্বাবধানে এএসআই মোঃ সুরুজ হোসেন ও তার টিম তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে গত ২৩ নভেম্বর ২০২১ নওগাঁ জেলার মান্দা থানার মদনচক বৈদপুর এলাকা হতে হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করেন।

হারানো মোবাইল ফোন ফিরিয়ে পেয়ে মোঃ মনিরুল ইসলাম, আরএমপি'র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয় সহ সাইবার ক্রাইম ইউনিটের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।