Friday, 24 January 2025

   01:00:29 PM

logo
logo
নারী কাবাডিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ

3 years ago

 

বাংলাদেশ নারী কাবাডিতে আনসার ও ভিডিপি দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরল বাংলাদেশ পুলিশ কাবাডি ক্লাব। গতকাল মঙ্গলবার বাংলাদেশ কাবাডি স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ এ চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


দৃষ্টিনন্দন ক্রীড়াশৈলী দিয়ে নারী কাবাডি লিগ ২০২১-এর বিজয় মুকুট নিজেদের করে নেয় বাংলাদেশ পুলিশ। খবর ডিএমপি নিউজের।



বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশ কাবাডি ক্লাব, বাংলাদেশ আনসার ও ভিডিপি দলকে ২৬-২৫ পয়েন্টে পরাজিত করে। হাড্ডাহাড্ডি লড়াই, শ্বাসরুদ্ধকর উত্তেজনা এবং শ্রেষ্ঠত্ব নির্ধারণী ম্যাচের প্রার্থিত চরম প্রতিদ্বন্দ্বিতা, সবই ছিল এ প্রতিযোগিতায়।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজেতাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার ও বাংলাদেশ পুলিশ কাবাডি ক্লাবের সভাপতি মোহা. শফিকুল ইসলাম, বিপিএম (বার)।