Friday, 24 January 2025

   02:41:01 AM

logo
logo
১৮০ সদস্যের নারী ফরমড পুলিশ ইউনিট শান্তিরক্ষা মিশন কঙ্গো পৌঁছেছে

3 years ago

বাংলাদেশ পুলিশের ১৮০ সদস্যের একমাত্র নারী ফরমড পুলিশ ইউনিট (Female Formed Police Unit-FPU) জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা পৌঁছেছে। তাঁরা গত রাতে (০২ জানুয়ারি ২০২২) বাংলাদেশ বিমানের একটি চার্টাড ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। কমান্ডার নাজমুন নাহারের নেতৃত্বে বর্তমান ব্যানএফপিইউ-১ (BANFPU-1), রোটেশন-১৫, মনুসকো (MONUSCO), ডিআরসি (DRC) এর সদস্যগণ ব্যানএফপিইউ-১ (BANFPU-1) রোটেশন-১৪, মনুসকো (United Nations Organization Stabilization Mission in the DR Congo- MONUSCO), ডিআরসি (DRC) ইউনিটকে প্রতিস্থাপন করবে।

বিদায়ী ব্যানএফপিইউ-১ (BANFPU-1) ইউনিটের কমান্ডার ছিলেন মেরিনা আক্তার। বিরাজমান কোভিড-১৯ মহামারির মধ্যে এফপিইউটি সুনামের সাথে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি (এইচআরএম) মোঃ মাজহারুল ইসলাম, ডিআইজি (এইচআর) আবু হাসান মুহম্মদ তারিক, ডিআইজি (অপারেশনস ও অতিরিক্ত দায়িত্বে মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) মোঃ হায়দার আলী খান, এআইজি (ইউএন অ্যাফেয়ার্স অপারেশনস) নাসিয়ান ওয়াজেদ মিশনগামী সদস্যগণকে বিদায় জানান।

মানবতার কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকারকে ধারণ করে বাংলাদেশ পুলিশ ১৯৮৯ সাল হতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করছে। বাংলাদেশের লাল-সবুজ পতাকা জাতিসংঘের আকাশ-নীল পতাকার পাশে উড্ডীন করছে এশিয়া, ইউরোপ, আমেরিকা আর আফ্রিকা মহাদেশের দুর্গম প্রান্তরে। বিগত তিন দশকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ম্যান্ডেট বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব এবং কর্মদক্ষতা আন্তর্জাতিক পরিমন্ডলে অকুন্ঠ প্রশাংসা অর্জন করেছে।

উল্লেখ্য, ২০০৫ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন MONUSCO- এ বাংলাদেশ পুলিশের ফরমড পুলিশ ইউনিট পাঠানো হয়। বাংলাদেশ পুলিশ ২০১১ সাল হতে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে নারী ফরমড পুলিশ ইউনিট প্রেরণ করছে। বিগত ২০১৯ সাল হতে বাংলাদেশ পুলিশের কর্মকর্তাগণ Individual Police Officer (IPO) হিসেবে মিশনটিতে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।

বিশ্বব্যাপী কোভিড-১৯ অতিমারির বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতেও বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীগণ নিঃশঙ্ক চিত্তে দৃঢ মনোবল নিয়ে ডেমোক্রেটি রিপাবলিক অব কঙ্গো, মালি, সাউথ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করছেন। বিশ্ব শান্তিরক্ষার মহান দায়িত্ব পালনকালে বাংলাদেশ পুলিশের ২১ জন গর্বিত সদস্য আত্মোৎসর্গ করেছেন ।