Thursday, 23 January 2025

   06:18:34 PM

logo
logo
রাজশাহী মহানগরীতে হেরোইন ও মদসহ ১ মাদক ব্যবসায়ী আটক

2 years ago

আরএমপি নিউজঃ রাজশাহী মহানগরীতে কাশিয়াডাঙ্গা থানা এলাকায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৯০ গ্রাম হেরোইন ও ১৫ লিটার দেশীয় মদসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

গ্রেফতারকৃত হলো মোঃ রুবেল শেখ(৫৫)। সে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়ার মৃত ইমানি শেখের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি ২০২২ বিকেল পৌনে ৫ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক জনাব মোঃ রেজাউল হাসান, এসআই মোঃ মাহফুজুর রহমান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পূর্বপাড়া গ্রামের এক ব্যক্তি তার ভাংড়ি মালের দোকানে হেরোইন ও দেশীয় মদ বিক্রয় করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম সেখানে পৌঁছে আসামী মোঃ রুবেল শেখ (৫৫)কে আটক করে। এসময় আসামীর কাছ থেকে ৯০ গ্রাম হেরোইন ও ১৫ লিটার দেশীয় মদ উদ্ধার হয়।

আসামী রুবেলের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।