Thursday, 23 January 2025

   11:57:00 AM

logo
logo
আরএমপিতে অনুষ্ঠিত হলো গ্রান্ড মাস্টার প্যারেড

2 years ago

গ্রান্ড মাস্টার প্যারেডের স্থির চিত্র

আজ ১৩ ফেব্রুয়ারি ২০২২ সকাল ৮ টায় আরএমপি পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হলো গ্রান্ড মাস্টার প্যারেড। এ সময় আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয় গ্রান্ড মাস্টার প্যারেডে সালামী গ্রহণ করেন। প্যারেড পরিদর্শন শেষে পুলিশ কমিশনার মহোদয় আরএমপি পুলিশ লাইন্সের যানবাহন শাখা পরিদর্শন করেন।

তিনি তাঁর বক্তব্যে ফোর্সের কল্যাণ দেখার জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। করোনা ভাইরাস ওমিক্রন ভ্যারিয়েন্ট সম্পর্কে সকলকে সচেতন থাকার পাশাপাশি পুলিশ লাইন্সসহ থানা কম্পাউন্ডসমূহ যাতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে তা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব মোঃ মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ রশীদুল হাসান পিপিএম, বিশেষ পুলিশ সুপার জনাব এ এফ এম আনজুমান কালাম, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) জনাব মুহাম্মদ সাইফুল ইসলাম, আরএমপির উর্দ্ধতন কর্মকর্তাগণ সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।