Thursday, 23 January 2025

   01:24:10 AM

logo
logo
১ম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা উপলক্ষে আরএমপি’র নিষেধাজ্ঞা

2 years ago

১ম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা উপলক্ষে আরএমপি’র নিষেধাজ্ঞা

আরএমপি নিউজঃ এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০১.০৪.২০২২ তারিখ ২০২১-২০২২ শিক্ষা বর্ষে ১ম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা সকাল ১০.০০টা হতে ১১.০০টা পর্যন্ত রাজশাহী মহানগরীর ৭টি শিক্ষা প্রতিষ্ঠান (১) রাজশাহী মেডিকেল কলেজ কেন্দ্র  (২) রাজশাহী কলেজ, রাজশাহী উপকেন্দ্র (৩) নিউ গভঃ ডিগ্রি  কলেজ, রাজশাহী উপকেন্দ্র (৪) টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহী উপকেন্দ্র (৫) রাজশাহী সরকারী সিটি কলেজ, রাজশাহী উপকেন্দ্র (৬) রাজশাহী সরকারী মহিলা কলেজ, রাজশাহী উপকেন্দ্র এবং (৭) রাজশাহী সরকারী মডেল স্কুল এন্ড কলেজ, রাজশাহী উপকেন্দ্র সমূহে  অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ), ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে আগামী ০১.০৪.২০২২ তারিখ পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ০৪ (চার) জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।