Monday, 05 June 2023

   08:55:56 AM

logo
logo
আন্তরিকতা, মানবিকতা, পেশাদারিত্ব ও অনুজের প্রতি স্নেহের এক অনন্য দৃষ্টান্ত

1 year ago

একজন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, সহকর্মীদের প্রতি যাঁর রয়েছে অগাধ স্নেহ, যিনি পেশাদারিত্ব আর মানবিকতায় অনন্য, পরম মমতায় যিনি অনুজের পাশে থাকেন নির্ভরতা হয়ে, তিনি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

পবিত্র ঈদের দিন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ এর সরকারি নিবাস পুলিশ ভবনে কনস্টবল থেকে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নিজে এবং পরিবারের সদস্যদের নিয়ে আতিথেয়তায় অংশ নেন।

পুলিশের সকল পদবীর সদস্যকে আমন্ত্রণ জানানোয় পারষ্পরিক ভ্রাতৃত্ববোধ এবং অনুজের প্রতি স্নেহের এক বর্নিল সৌন্দর্য ফুটে ওঠে; হয়ে ওঠে আনন্দ ও শ্রদ্ধার সম্মিলনে এক অপূর্ব মুহুর্ত।

ধন্যবাদ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) আন্তরিকতা, সহমর্মিতা ও অনুজের প্রতি স্নেহের আর আস্থা হয়ে সবসময় পাশে থাকার জন্য।