Wednesday, 22 January 2025

   05:55:14 AM

logo
logo
রাজশাহী মহানগরীতে ডিবি'র অভিযানে ইয়াবা উদ্ধার; গ্রেফতার ২

2 years ago

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে ১০০ পিস ইয়াবা-সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো রাজশাহী মহানগরীর মতিহার থানার চরসাতবাড়িয়া গ্রামের মৃত জোয়াদ মন্ডলের ছেলে মো: লতিফ আলী মতিন(৪২) ও মো: আব্দুল মালেকের ছেলে মো: আলীউল্লাহ বাঘা(২৮)।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১১ মে ২০২২ সন্ধ্যা পৌনে ৬ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব মো: আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মো: আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক জনাব মো: রেজউল হাসান, এসআই মো: মাহফুজুর রহমান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী থানার সমসাধীপুর গ্যারেজ এলাকায় অভিযান পরিচালনা করে ২ জন ব্যক্তিকে ১০০ পিস ইয়াবা-সহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।