Tuesday, 21 January 2025

   01:20:54 PM

logo
logo
রাজশাহী মহানগরীতে ডিবি'র অভিযানে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার; গ্রেফতার ১

2 years ago

৭০ বোতল ফেন্সিডিল সহ ১ মাদক ব্যবসায়ী আটক

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে ৭০ বোতল ফেন্সিডিল-সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত  মো: কালু (৪১)।  সে রাজশাহী মহানগরীর মতিহার থানার সাতবাড়ীয়া এলাকার মৃত লুৎফর আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আজ ১৩ জুলাই ২০২২ (১২ জুলাই দিনগত) রাত ৪ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক জনাব মো: আশিক ইকবালের নেতৃত্বে এসআই মোহা: আব্দুল রহমান ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে মতিহার থানার সাতবাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করে ১ মাদক ব্যবসায়ীকে ৭০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করে। এ সময় অপর এক মাদক ব্যবসায়ী ঘটনাস্থল হতে পালিয়ে যায়।

পলাতক আসামিকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।