Tuesday, 21 January 2025

   10:01:37 AM

logo
logo
রাজশাহী মহানগরীতে ডিবি'র অভিযানে ২০০ লিটার চোলাইমদ উদ্ধার; গ্রেফতার ১

2 years ago

রাজশাহী মহানগরীতে ডিবি'র অভিযানে ২০০ লিটার চোলাইমদ উদ্ধার

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে ২০০ লিটার চোলাইমদ-সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত  মো: বাবুল বাবলু বাবু (৪৮)।  সে রাজশাহী মহানগরীর পবা থানার বড়গাছি কুঠিপাড়ার মৃত শুকচাঁদ আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আজ ২৮ জুলাই ২০২২ সকাল সাড়ে ৭টায় রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব মো: আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব মো: আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক জনাব মো: মশিয়ার রহমান, এসআই মো: নুরন্নবী হোসেন ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি মো: বাবুলকে তার বাড়ি হতে আটক করে এবং তার বাড়ি হতে ২০০ লিটার চোলাইমদ উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।