Tuesday, 21 January 2025

   06:53:30 AM

logo
logo
পবিত্র আশুরা উপলক্ষ্যে আরএমপি’র নিষেধাজ্ঞা

2 years ago

আরএমপি নিউজঃ এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৯ আগস্ট ২০২২খ্রিঃ, ১০ মুহাররম ১৪৪৪ হিজরি পবিত্র আশুরা উদযাপিত হবে। এ উপলক্ষে অনুষ্ঠিতব্য ধর্মীয় সমাবেশ/মিছিলসমুহে অংশগ্রহণকারীদের কোভিড-১৯ পরিস্থিতির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অংশ গ্রহণের জন্য এবং অসুস্থ্য ব্যক্তিদের অনুষ্ঠান সমুহে যোগদানে বিরত থাকার অনুরোধ জানানো হলো। এছাড়া পবিত্র আশুরা উপলক্ষে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ (ঢ), ২৯(১)(ক) ও ২৯(১)(খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ০৯ আগস্ট ২০২২খ্রিঃ, ১০ মুহাররম ১৪৪৪ হিজরি রাজশাহী মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিষ্ফোরক দ্রব্য  ও অন্য কোন ক্ষতিকর দ্রব্যাদি বহন এবং ‘পাইক’ মিছিল সম্পূর্নভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।