Tuesday, 21 January 2025

   02:57:31 AM

logo
logo
আরএমপি ডিবি'র অভিযানে ১০ জুয়াড়ি আটক; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

2 years ago

আরএমপি ডিবি'র অভিযানে ১০ জুয়াড়ি আটক; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাস-সহ ১০ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো মো: গিয়াসুদ্দিন (৫৫), মো: মঈনুল ইসলাম শিশির (২৪), মো: বাবু (৫৭), মো: সুরমান আলী (৩২), মো: আলাল (৪২), মো: আব্দুল জামিল রনি (৩২), মো: ইসতিয়াক আজমেদ রনি (৩২), মো: জনি(৩১), মো: মিজানুর রহমান (২৬) ও মো: জাকির (২৬)।

ঘটনা সূত্রে জানা যায়, আজ ২৪ আগস্ট, ২০২২ (২৩ আগস্ট দিবাগত রাত) রাত পৌনে ৩ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক  মীর্জা মো: আব্দুস ছালাম, এসআই মো: কাজী জাকারিয়া ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে মতিহার থানার ডাঁশমারি পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়িকে আটক করেন। এ সময় আসামিদের কাছ থেকে তাস ও নগদ অর্থ উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।