Monday, 20 January 2025

   11:29:12 AM

logo
logo
রাজশাহী মহানগরীতে ডিবি'র বিশেষ অভিযানে ৭৮ গ্রাম হেরোইন ও ২৫ পিস ইয়াবা উদ্ধার; গ্রেফতার ২

2 years ago

রাজশাহী মহানগরীতে ডিবি'র বিশেষ অভিযানে ৭৮ গ্রাম হেরোইন ও ২৫ পিস ইয়াবা উদ্ধার; গ্রেফতার ২

আরএমপি নিউজঃ রাজশাহী মহানগরীতে ৭৮ গ্রাম হেরোইন ও ২৫ পিস ইয়াবা-সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো  মো: সুমন (৩২) ও তার স্ত্রী মোসা: মনিকা বেগম রঙ্গিলা (২৬)।  মো: সুমন মতিহার থানার চরশ্যামপুর এলাকার মো: আকবর আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আজ ১৬ অক্টোবর ২০২২ দুপুর ১২টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো: আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো: আশিক ইকবাল এবং এসআই মোহা: আব্দুর রহমান ও তার টিম রাজশাহী মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মতিহার থানার চরশ্যামপুর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী নিজ বাড়িতে হেরোইন ও ইয়াবা বিক্রয় করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আসামি মনিকা ও সুমনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৭৮ গ্রাম হেরোইন, ২৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৫১ হাজার টাকা উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।