Sunday, 19 January 2025

   11:56:21 PM

logo
logo
রাজশাহী মহানগরীতে শাহমখদুম থানার নায়েবে আমির-সহ জামায়াত-শিবিরের ৬ সদস্য আটক

2 years ago

রাজশাহী মহানগরীতে শাহমখদুম থানার নায়েবে আমির-সহ জামায়াত-শিবিরের ৬ সদস্য আটক

আরএমপি নিউজঃ রাজশাহী মহানগরীতে নাশকতার মামলায় গ্রেফতার হয়েছে শাহমখদুম থানার নায়েবে আমির-সহ জামায়াত-শিবিরের ৬ সদস্য।

আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা ও গোয়েন্দা পুলিশ নগরীর বিভিন্ন স্থানে যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার নায়েবে আমির বড়বনগ্রাম শেখপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মো: হাফিজুর রহমান (৬০), মো: মুনসুর রহমানের ছেলে মো: ইদুল হোসেন (৪৫), মো: আকতার উদ্দিনের ছেলে আবু হেনা মো: আহসান উদ্দিন  (৩৮), বোয়ালিয়া মডেল থানার কয়েরদাড়া বিলপাড়ার মনতাজ আলীর ছেলে মো: শিমুল (২৬), পাঠানপাড়ার মো: আব্দুল ওহাবের ছেলে মো:  বাকী বিল্লাহ (৫৭) ও  রাজপাড়া থানার নতুন বিলসিমলা বন্ধগেট পূর্বপাড়ার মো: আব্দুল কুদ্দুসের ছেলে মো: হোসাইন  রিফাত (২১)।

ঘটনা সূত্রে জানা যায়,  গত ১৩ ডিসেম্বর, ২০২২ দুপুর পৌনে ২ টায়, বোয়ালিয়া থানার এসআই  মো: আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স-সহ থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিল। এসময় তিনি জানতে পারেন যে, বোয়ালিয়া থানার উপশহর চার রাস্তার মোড়ে জামায়াত-শিবিরের কিছু নেতা কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, নাশকতামুলক কর্মকান্ড, সরকারী সম্পত্তি ধ্বংস করার লক্ষ্যে একত্রিত হয়েছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে এসআই মো: আরিফুল ইসলাম উপ-শহরে মোড়ে গিয়ে দেখতে পান, জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ সন্ত্রাসমূলক কর্মকান্ড ঘটানোর জন্য কর্মীদের উদ্বুদ্ধ করছে। বিষয়টি তিনি তাৎক্ষণিক বেতার যন্ত্রের মাধ্যমে থানাকে অবগত করেন। উক্ত সংবাদ পেয়ে বোয়ালিয়া মডেল থানা অফিসার ইনচার্জ-সহ আশপাশের টহল ডিউটিতে থাকা পুলিশের বিভিন্ন টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে লাঠি ও ইট পাটকেল ছুড়তে থাকে। তাদের আক্রমণে দুইজন পুলিশ সদস্য গুরুত্বর আহত হয়। পুলিশ তাদের ধাওয়া করলে তারা বিভিন্ন দিকে পালিয়ে যায়।  ঘটনাস্থল থেকে জামায়াত-শিবির সদস্যদের ফেলে যাওয়া জামায়াতে ইসলামী সংগঠনের জিহাদী বই, ব্যানার উদ্ধার হয়। উক্ত ঘটনায় বোয়ালিয়া মডেল থানা সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা রুজ হয়।

মামলা পরবর্তীতে আরএমপি’র পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো: আল মামুন ও উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো: আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে , অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো: আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে, বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো: মাজহারুল ইসলাম, এসআই এম শহীদুল্লাহ কায়সার সঙ্গীয় অফিসার ফোর্স-সহ আসামিদের গ্রেফতারে যৌথ অভিযান শুরু করেন।

পরবর্তীতে আজ ১৪ ডিসেম্বর ২০২২ (১৩ ডিসেম্বর দিবাগত রাত) রাতে বোয়ালিয়া মডেল থানা-সহ আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করে শাহমখদুম থানার নায়েবে আমির-সহ জামায়াত-শিবিরের ৬ সদস্যকে  আটক করেন।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।