Sunday, 19 January 2025

   09:21:50 PM

logo
logo
বিসিএস-২০২১ এর ৪৪তম লিখিত পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি' র নিষেধাজ্ঞা

2 years ago

আরএমপি নিউজ : বাংলাদেশ সরকারী কর্ম কমিশন ঘোষিত ৪৪তম বিসিএস-২০২১ এর আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৯ ডিসেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ হতে ৫ জানুয়ারি ২০২৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত এবং পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ৮ জানুয়ারি ২০২৩ খ্রিষ্টাব্দ হতে ১১ জানুয়ারি ২০২৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, রাজশাহী কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

 

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন ঘোষিত ৪৪তম বিসিএস-২০২১  লিখিত  পরীক্ষা উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্ত মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ০৪ (চার) জনের অধিক একত্রে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পরীক্ষা উপলক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ), ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে আগামী ২৯ ডিসেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ হতে ৫ জানুয়ারি ২০২৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত এবং আগামী ৮ জানুয়ারি ২০২৩ খ্রিষ্টাব্দ হতে ১১ জানুয়ারি ২০২৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত  পরীক্ষা চলাকালীন উল্লিখিত পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ৪ (চার) জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। 

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২ আরএমপি পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।