Sunday, 19 January 2025

   09:28:20 PM

logo
logo
থার্টিফার্স্ট নাইট উপলক্ষ্যে আরএমপি' র নিষেধাজ্ঞা

2 years ago

আরএমপি নিউজ : আগামী ৩১ ডিসেম্বর ২০২২ থার্টিফার্স্ট নাইট (ইংরেজি বর্ষবরণ) উদ্‌যাপিত হবে।

দিনটি উপলক্ষ্যে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ, জনশৃংখলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার  নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

থার্টিফার্স্ট নাইট উপলক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ এর (১) (ছ) (জ), ২৬ এর (১) (ট)এর (ই) ও  ২৬ এর (১) (ঢ) ধারায় অর্পিত ক্ষমতাবলে  উক্ত তারিখ রাস্তায় সর্ব সাধারণের ব্যবহার্য স্থানে গান-বাজনা, বাদ্যযন্ত্র, হর্ণ বাজানো, লাউড স্পীকার ব্যবহার এবং শোভাযাত্রা/ র্যা লিতে মুখে কোন প্রকারের মুখোশ ব্যবহার ও বিরক্তির উদ্রেককারী বাঁশি যেমন-ভুভুজেলা, আতশবাজি, পটকা ক্রয়-বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। উক্ত আইনের ২৯ এর (১)(ক) এবং (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ৩০ ডিসেম্বর ২০২২ খ্রিঃ হতে ১ জানুয়ারি ২০২৩ খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকা পর্যন্ত রাজশাহী মহানগরী এলাকায় সকল প্রকার বৈধ আগ্নেয়াস্ত্র বহন ও প্রকাশ্যে প্রদর্শন রহিত করা হলো। এছাড়া ৩০ ডিসেম্বর ২০২২ খ্রিঃ হতে ০১ জানুয়ারি ২০২৩ খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকা পর্যন্ত সকল অনুমোদিত বার ও মদের দোকান এবং ডিজে পার্টি বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গতকাল ২৭ ডিসেম্বর, ২০২২ আরএমপি পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।