Sunday, 19 January 2025

   09:18:51 PM

logo
logo
পুলিশ সপ্তাহ ২০২৩-এ আইজি ব্যাজ পেলেন আরএমপি’র পাঁচ কর্মকর্তা

2 years ago

আরএমপি নিউজ: পুলিশ সপ্তাহ ২০২৩-এ আইজি ব্যাজ পেলেন আরএমপি’র পাঁচ কর্মকর্তা। আইজি ব্যাজ প্রাপ্তরা হলেন, সাবেক পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: রফিকুল আলম, পুলিশ পরিদর্শক মো: কাওসার আলী, উপ-পুলিশ পরিদর্শক মো: আবু হায়দার ও কনস্টেবল মো: আতিকুর রহমান।

আজ ৫ জানুয়ারি, ২০২৩ রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম মহোদয় প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ আরএমপিতে কর্মরত পুলিশ কর্মকর্তা/সদস্যদের “Police Force Exemplary Good Service Badge-2022”  আইজি ব্যাজ ও প্রশংসাপত্র প্রদান করেন ।

এই অর্জনের ফলে ব্যাজ প্রাপ্তরা আরো বেশি দায়িত্বশীল ভুমিকা পালন করবে এবং কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত হবে।