Sunday, 19 January 2025

   06:16:48 PM

logo
logo
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহতের ঘটনায় ট্রাক চালক গ্রেফতার

2 years ago

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহতের ঘটনায় আটক ট্রাক চালক

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর কর্ণহার থানার ডাঙ্গেরহাট মহিলা কলেজের সামনে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহতের ঘটনায় ট্রাক চালককে গ্রেফতার করেছে আরএমপি’র কর্ণহার থানা পুলিশ। 

গ্রেফতারকৃত আসামি মো: সিরাজুল ইসলাম (৪২) নাটোর জেলার লালপুর থানার নবীনগরের মৃত আয়েজ সরদারের ছেলে। সে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রামের বাসিন্দা।

ঘটনা সূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারি ২০২৩ বিকেল ৪ টায় কর্ণহার থানার ডাঙ্গেরহাট মহিলা কলেজের সামনে রাকিব, শাহীন ও সোহাগ নামের তিন মোটরসাইকেল আরোহী ট্রাক চাপায় নিহত হয়। ঐসময় চালক রড ভর্তি ট্রাক ফেলে ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। ঘটনাস্থল হতে কর্ণহার থানা পুলিশ রড ভর্তি ট্রাকটি জব্দ করেন। নিহত রাকিবের বড় ভাইয়ের উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে ট্রাকের চালক সিরাজুল ইসলামকে পলাতক আসামি করে সড়ক পরিবহন আইনে গত ১১ জানুয়ারি কর্ণহার থানায় একটি মামলা রুজু হয়।

মামলা রুজু পরবর্তীতে আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় কাশিয়াডাঙ্গা ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার বিভূতি ভূষন বানার্জীর তত্ত্বাবধানে কর্ণহার থানা পুলিশের একটি টিম আসামি গ্রেফতারে অভিযান শুরু করেন।

পরবর্তীতে আজ  ১৪ ডিসেম্বর, ২০২৩ বিকেল সাড়ে ৪ টায় কর্ণহার থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেনের নেতৃত্বে এসআই মো: নাদিম উদ্দীন ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বোয়ালিয়া মডেল থানার বালিয়াপুকুর এলাকা হতে আসামি সিরাজুল ইসলামকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।