Sunday, 19 January 2025

   05:56:22 AM

logo
logo
পবিত্র লাইলাতুল বরাত (শব-ই-বরাত) উপলক্ষ্যে আরএমপি'র নোটিশ জারি

1 year ago

আরএমপি নিউজ : সারা দেশের ন্যায় রাজশাহী মহানগরীতেও আগামী ৭ মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ দিবাগত রাত্রিতে ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান পবিত্র লাইলাতুল বরাত (শব-ই-বরাত) উদ্যাপিত হবে।

পবিত্র লাইলাতুল বরাত (শব-ই-বরাত)-এর পবিত্রতা রক্ষা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদ্‌যাপন নিশ্চিত করতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

এ উপলক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ (ঢ), ২৯ (ক) ও ২৯ (খ) ধারার অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগর এলাকায় আগামী ৭ মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ দিবাগত রাত্রিতে অস্ত্রশস্ত্র বহন, আতশবাজি, পটকা ফুটানো, বিষ্ফোরকদ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া উক্ত তারিখ সন্ধ্যা  থেকে সারারাত অনুমোদিত বারসমূহ বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ ৬ মার্চ, ২০২৩ খ্রিষ্টাব্দ আরএমপি পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।