Sunday, 19 January 2025

   06:05:10 AM

logo
logo
রাজশাহী মহানগরীতে ৫৮ বোতল ফেন্সিডিল উদ্ধার ; গ্রেফতার ১

1 year ago

রাজশাহী মহানগরীতে ৫৮ বোতল ফেন্সিডিল উদ্ধার ; গ্রেফতার ১

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীতে ৫৮ বোতল ফেন্সিডিল-সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত মো: মেহেদী হাসান (৩০) রাজশাহী জেলার বাঘা থানার খাগড়াবাড়ীয়া গ্রামের মো: আ: রাজ্জাকের ছেলে। সে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রামের বাসিন্দা।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১২ই মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো: আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো: আরিফুল ইসলাম, এসআই মো: নাদিম উদ্দীন ও তার টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চন্দ্রিমা থানার ছোটবনগ্রামে আসামি মেহেদীর বাড়িতে ফেন্সিডিল রয়েছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা পুলিশের ঐ টিম বিকেল ৪:৫০ টায় নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রামে অভিযান পরিচালনা করে আসামি মেহেদীকে তার বাড়ি হতে আটক করে। এসময় আসামির কাছ থেকে ৫৮ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায় উদ্ধারকৃত ফেন্সিডিলগুলো বিক্রয়ের জন্য সে তার কাছে রেখেছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি'র চন্দ্রিমা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রজু হয়েছে।