Saturday, 18 January 2025

   10:58:29 AM

logo
logo
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২০ ও মাদকদ্রব্য উদ্ধার

1 year ago

আরএমপি নিউজঃ গত (২৮শে মে ২০২৩) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২০ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৫ জন, রাজপাড়া থানা-২ জন, চন্দ্রিমা থানা-১ জন, মতিহার থানা-২ জন, কাটাখালী থানা-১ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-৪ জন, কর্ণহার থানা-২ জন ও দামকুড়া থানা-১ জনকে আটক করে। যার মধ্যে ১৩ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ২ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামির হেফাজত হতে মোট ৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।