Friday, 03 January 2025

   08:58:39 AM

logo
logo
রাজশাহীতে সফলভাবে সমাপ্ত হলো পুলিশ কমিশনার’স কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৩

1 year ago

রাজশাহীতে সফলভাবে সমাপ্ত হলো পুলিশ কমিশনার’স কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৩

আরএমপি নিউজ : রাজশাহীতে প্রতিযোগিতাপূর্ণ ফাইনাল খেলার মধ্য দিয়ে সফলভাবে শেষ হলো রাজশাহী মেট্রোলিটন পুলিশের আয়োজনে প্রথম পুলিশ কমিশনার’স কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৩।

আজ রবিবার ১৫ই জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ সন্ধ্যায় অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স-এ ‘পুলিশ কমিশনার’স কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৩’ এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি মো: আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)। খেলে শেষে অতিথিবৃন্দ খেলায় অংশগ্রহণকারী চ্যাম্পিয়ন, রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতাপূর্ণ ফাইনাল খেলায় রাজশাহী রেঞ্জ ডিআইজি মো: আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম ও আরএমপি’র পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) জুটি শাহ্‌মখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: নূর আলম সিদ্দিকী ও কেএম গোলাম সারোয়ার জুটিকে ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে চ্যাম্পিয়ন, রানার্সআপ-সহ খেলায় অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানান এবং এধরণের খেলার আয়োজন করায় আরএমপি’র পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানান।

এসময় পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, প্রথমবারের মত পুলিশ কমিশনার’স কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৩-এর অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতাপূর্ণ খেলার আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য প্রসঙ্গত, গত ১২ই জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ আরএমপি পুলিশ কমিশনার’স কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৩ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় দুটি গ্রুপে মোট ১২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

এসময় আরোও উপস্থিত ছিলেন রাজশাহীস্থ বিভিন্ন পুলিশ ইউনিটের খেলোয়াড়, অন্যান্য খেলোয়াড়, টেনিস কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ-সহ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।