Friday, 17 January 2025

   04:16:37 AM

logo
logo
রাজশাহীতে মহানগরীতে ১ ছিনতাইকারী গ্রেফতার; মোবাইল উদ্ধার

1 year ago

রাজশাহীতে মহানগরীতে ১ ছিনতাইকারী গ্রেফতার; মোবাইল উদ্ধার

আরএমপি নিউজ : রাজশাহী মহানগরীর মতিহার থানার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পশ্চিমপাড়া আবাসিক জামে মসজিদের সামনে হতে মোবাইল ছিনতায়ের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামি হলেন মো: বাপ্পি ইসলাম (১৯)। সে রাজশাহী মহানগরীর মতিহার থানার মেহেরচন্ডী উত্তরপাড়া এলাকার মো: আরিফুলের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:০০ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী পশ্চিম বুধপাড়া এলাকায় টিউশনি শেষে বিশ্ববিদ্যালয়ের হলে ফিরছিলো। সে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পশ্চিমপাড়া আবাসিক জামে মসজিদ এলাকায় পৌছানো মাত্র অজ্ঞাতনামা দুই ছিনতাইকারী পিছন দিক হতে দৌঁড়ে এসে তাঁর হাত থেকে এন্ড্রোয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঐ ছাত্রীর এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মতিহার থানায় একটি ছিনতাই মামলা রুজু হয়।

মামলা রুজুর পরবর্তীতে আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (মতিহার) মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে  অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: একরামুল হক, পিপিএম-এর নির্দেশনায় মতিহার থানার অফিসার ইনচার্জ মো: রহুল আমিন, এসআই মোহাম্মদ হাসান আলী ও তাঁর টিম ছিনতাই হওয়া মোবাইল উদ্ধারসহ আসামিকে গ্রেফতারে অভিযান শুরু করেন।

অবশেষে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিকে সনাক্ত হয়। পরবর্তীতে আজ ৯ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ (৮ অক্টোবর দিবাগত) রাত ১২:৩০ টায় মতিহার থানা পুলিশের ঐ টিম গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রিমা থানার মেহেরচন্ডী উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে তাঁর বাড়ি হতে গ্রেফতার করে। এসময় আসামির কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদের গ্রেফতারকৃত আসামি ছিনতাইয়ের কথা স্বীকার করে এবং ছিনতাইয়ের সময় তাঁর সহযোগী মো: শান্ত (২২) ছিল বলে জানায়।

পলাতক আসামিকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।