Friday, 17 January 2025

   01:09:02 AM

logo
logo
আরএমপি ডিবি’র পৃথক অভিযানে ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার; গ্রেফতার ৩

1 year ago

আরএমপি ডিবি’র অভিযানে ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামি

আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা ও বোয়ালিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২৫০ পিচ ইয়াবা ও ২০ বোতল ফেন্সিডিলসহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: ইনতাজ আলী (২৮), মো: জয় (৩২) ও মোসা: তসলিমা খাতুন তসলি (৪৭)। ইনতাজ আলী রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মুশরইল আলানের মোড়ের মৃত মনসুর আলীর ছেলে, জয় একই এলাকার সুশান্তের ছেলে ও তসলিমা বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর কেদুরমোড় নদীর ধারের মো: রবিউল ইসলাম রবির স্ত্রী ।

                         আরএমপি ডিবি’র অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতারকৃত আসামি

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২৪ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ রাত ৮:১৫ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কে এম আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের দিকনির্দেশনায় এসআই মো নুরন্নবী হোসেন ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চন্দ্রিমা থানার মুশরইল আলানের মোড় এলাকায় তিন ব্যক্তি ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে।

  উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম চন্দ্রিমা থানার মুশরইল আলানের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো: ইনতাজ আলী ও মো: জয়কে ২৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। এসময় আসামি শিমুল পালিয়ে যায়।

এর আগে এসআই মো: মিজানুর রহমান ও তার টিম বিকাল ৪:৪৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর কেদুরমোড় নীদরধার এলাকা হতে আসামি মোসা: তসলিমা খাতুন তসলিকে তার বাড়ি হতে ২০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে। আসামি তসলিমার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ১১ টি মাদকের মামলা রয়েছে।

পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানা ও বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।