Sunday, 22 December 2024

   09:49:21 AM

logo
logo
আজারবাইজানের হামলায় দুই আর্মেনিয়া সৈন্য নিহত

10 months ago

আরএমপি নিউজ : আর্মেনিয়া মঙ্গলবার বলেছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় সিউনিকে আজারবাইজানি বাহিনীর হামলায় দুই সেনা নিহত হয়েছেন। খবর এএফপি’র।

আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবধতিতে বলা হয়, ‘আজারবাইজানি সশস্ত্র বাহিনীর ইউনিটগুলো নেরকিন হ্যান্ডের (গ্রাম) কাছে আর্মেনিয়ার যুদ্ধ অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। এতে দুই সৈন্য নিহত হন।’ সূত্র: বাসস