Friday, 27 December 2024

   08:34:56 AM

logo
logo
রাজশাহীতে ছিন্তাইয়ের প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার-২

4 years ago

রাজশাহীতে ছিন্তাইয়ের প্রস্তুতির সময় দুই ছিন্তাইকারীকে গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। গ্রেফতার হওয়া ছিন্তাইকারীরা হলো রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কাদমাপাড়া এলাকার আব্দুল মজিদ (২১) ও নগরীর চন্দ্রীমা থানাধীন শিরোইল কলোনি (১নম্বর গলি) এলাকার মুজাইদুল ইসলাম রুবেল এর ছেলে আরাফাত ইসলাম রুষ্ট (১৮) বলে নিশ্চিত করেছেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসি বলেন, রবিবার দিবাগত রাত ১২ টার দিকে দুজন ছিন্তাইকারী সেথানে ছিন্তাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানার সহকারী কমিশনার (এসি) ফারজিনা নাসরিনের নেতৃত্বে বোয়ালিয়া থানার অন্যন্ন অফিসাররা বোয়ালিয়া থানাধীন আলিফ লামমীম ভাটা (প্লেনের মোড়) এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক, একটি ওয়াকিটকি, দুইটি চাকু,একটি খেলনা পিস্তল,একটি ১৫ হাত লম্বাদড়িসহ বিপুল পরিমাণ ছিন্তাইয়ের সরাঞ্জমাদি জব্দ করা হয়েছে। তারা দির্ঘদিন থেকে রাজশাহী মহানগরীসহ বিভিন্ন জেলা উপজেলায় চুরি/ছিনতায় করে আসছিলেন বলেও জানান ওসি নিবারন চন্দ্র বর্মন।