Friday, 27 December 2024

   03:32:29 PM

logo
logo
চাঁদে পতাকা স্থাপন করল চীন

4 years ago

বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে চাঁদের পৃষ্ঠে পতাকা স্থাপন করেছে চীন। দেশটির জাতীয় মহাকাশ প্রশাসন চাঁদের পৃষ্ঠে তাদের পতাকার ছবি প্রকাশ করেছে।

বৃহস্পতিবার চাঁদের পাথরের নমুনা নিয়ে ফেরার আগে মহাকাশ যান চ্যাং’ই-৫ এর ক্যামেরা দিয়ে ওই ছবিগুলো তোলা হয়েছে।

১৯৬৯ সালে অ্যাপোলো-১১ অভিযানের সময় আমেরিকা প্রথমবার চাঁদে কোনও দেশের পতাকা স্থাপন করে। পরে ১৯৭২ সাল পর্যন্ত বিভিন্ন অভিযানের সময় আমেরিকার আরও পাঁচটি পতাকা চাঁদের পৃষ্ঠে স্থাপন করা হয়।

স্যাটেলাইট থেকে তোলা ছবির বরাত দিয়ে ২০১২ সালে নাসা জানায় যে ও পাঁচটি পতাকা এখনও রয়েছে, তবে বিশেষজ্ঞদের ধারণা সূর্যের তীব্র রশ্মিতে সেগুলো এতদিনে সাদা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।