আরএমপি নিউজ : রাজশাহীর পুঠিয়া থানাধীন জিউপাড়া ইউনিয়নের সৈয়দপুর (ঋষিপাড়া) গ্রামে একটি পরিত্যক্ত মর্টার শেল সদৃশ্য বস্তু উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে আরএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট।
১৯মে দুপুর সাড়ে ১২টায় পুঠিয়ার গাওপাড়া গ্রামের ম্যাচপাড়া বিলে আরএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের এসআই (এবি) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে ৪ সদস্যের একটি বিশেষ দল, আরএমপি CRT-এর ৯ সদস্য এবং পুঠিয়া থানার অফিসার ইনচার্জের উপস্থিতিতে মর্টার শেলটি নিরাপদভাবে নিষ্ক্রিয় করা হয়।
পুলিশ জানায়, ১৮ মে সন্ধ্যা আনুমানিক ৭টা’র দিকে স্থানীয় সুমন (৩৫), পিতা-মৃত নিরেন দাস এর বাড়ির পশ্চিম পাশে খাল পাড়ে জং ধরা অবস্থায় লোহার তৈরি একটি মর্টার শেল সদৃশ্য বস্তু দেখতে পান। বস্তুটির দৈর্ঘ্য আনুমানিক ৭ ইঞ্চি এবং তাতে 6POF5/61 মডেল নম্বর উৎকীর্ণ ছিল।
খবর পেয়ে পুঠিয়া থানার এসআই (নিঃ) মোঃ আব্দুল মান্নান সরকার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে বস্তুটি উদ্ধার করেন এবং থানায় নিয়ে যান।
পরবর্তীতে ১৯মে দুপুর ১২টা ৩৫ মিনিটে পুঠিয়ার গাওপাড়া গ্রামের ম্যাচপাড়া বিলে আরএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের এসআই (এবি) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে ৪ সদস্যের একটি বিশেষ দল, আরএমপি CRT-এর ৯ সদস্য এবং পুঠিয়া থানার অফিসার ইনচার্জের উপস্থিতিতে মর্টার শেলটি নিরাপদভাবে নিষ্ক্রিয় করা
এই অভিযানে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। পাশাপাশি গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।