আরএমপি নিউজ: নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বাজিতপুর এলাকা থেকে নিখোঁজ হওয়া ১৮ বছর বয়সী এক তরুণীকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা নিমতলা এলাকা থেকে উদ্ধার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঘটনার সূত্রে জানা যায়, ১৭ মে ২০২৫ খ্রিষ্টাব্দ ঐ তরুনী নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। পরবর্তীতে তরুণী নিজেই পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করে জানান যে তিনি রাজশাহীতে আছেন এবং সুস্থ আছেন।
পরিবারের পক্ষ থেকে রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ওই জিডির ভিত্তিতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ‑পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার)‑এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল উদ্ধার অভিযান শুরু করে।
তথ্য‑প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ঐ তরুণূ রাজপাড়া থানার ডিঙ্গাডোবা নিমতলা এলাকার একটি ভাড়া বাসায় অবস্থান করছেন। সেই তথ্যের ভিত্তিতে আজ ১৯ মে দিবাগত রাত ১টার দিকে এসআই মো. ফরহাদ হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের ওই দল উক্ত স্থানে অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সুস্থ ও নিরাপদ অবস্থায় মেয়েকে ফিরে পেয়ে তাঁর পরিবার আনন্দ প্রকাশ করে এবং রাজশাহী মহানগর ডিবি পুলিশসহ উদ্ধার‑অভিযানে সহায়তাকারী সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানায়।