Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ এপ্রিল ২০২৫

রাজপাড়া থানার অভিযানে নারীদের উত্ত্যক্ত করার ভাইরাল ভিডিওর দুই যুবক গ্রেপ্তার


প্রকাশন তারিখ : 2025-04-24

আরএমপি নিউজ : রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে কয়েকজন যুবক রাস্তায় চলাচলকারী নারীদের উত্ত্যক্ত করার ভাইরাল ভিডিওর দুই যুবককে গ্রেপ্তার করেছে  রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা পুলিশ।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: জুবায়ের হোসেন রাকিব (১৯) ও মো: সবুজ (২০)। জুবায়ের হোসেন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়ার মো: মোখলেছুর রহমান মুকুলের ছেলে ও সবুজ কাশিয়াডাঙ্গা থানার মহিষবাথান উত্তর পাড়ার মো: রমজানের ছেলে।

 

ঘটনা সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওকে ঘিরে রাজশাহীসহ দেশজুড়ে শুরু হয় নিন্দার ঝড়। ভিডিওটিতে দেখা যায়, রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে কয়েকজন যুবক রাস্তায় চলাচলকারী নারীদের উত্ত্যক্ত করছে এবং সেই দৃশ্যটি তাদের পরিচিত একজন মোবাইল ফোনে ধারণ করে। পরবর্তীতে সে ভিডিওটি তার ফেসবুক আইডিতে পোস্ট করলে মুহূর্তেই তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

 

বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের নজরে এলে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দেন। সেইসঙ্গে আসামিদের নাম ও ঠিকানা চেয়ে আরএমপির অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টও দেওয়া হয়।

 

পুলিশের একাধিক টিম আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। পরবর্তীতে রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আব্দুল আলীমের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৪ এপ্রিল দুপুর সোয়া ১ টায় নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে অভিযান পরিচালনা করে আসামি জুবায়েরকে গ্রেপ্তার করে এবং দুপুর ২ টায় সবুজকে কাশিয়াডাঙ্গা থানার ম্যাচ ফ্যাক্টরি এলাকা থেকে গ্রেফতার করেন। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।