আরএমপি নিউজ : রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকায় গত ৫ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামি মো: মাসুদ রানা পিন্টু (৩৮) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ বাগানপাড়ার মো: খোদাবক্সের ছেলে। সে হড়গ্রাম ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।
আজ ৫ মে ২০২৫ খ্রিষ্টাব্দ দুপুর সোয়া ১২ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে এসআই রিমন হোসাইন ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি পিন্টুকে রাজপাড়া থানার নিমতলা মোড় থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামি অপর একটি চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।