Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ জানুয়ারি ২০২৫

আরএমপি সাইবার ইউনিটের তথ্যে রাজশাহী রেল স্টেশনের ভাংচুরের ঘটনার মূলহোতা চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার


প্রকাশন তারিখ : 2025-01-29

আরএমপি নিউজ : বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ঐক্য পরিষদের (লোকোমাস্টার, গার্ড, টিটিই) ডাকা কর্মবিরতির কারণে রাজশাহী রেল স্টেশনের ভাংচুরের ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের দেওয়া তথ্যের ভিত্তিতে মূলহোতাকে গ্রেপ্তার করছে চুয়াডাঙ্গা জেলার সদর থানা পুলিশ।

 

গ্রেপ্তারকৃত আসামি সুমন আহম্মেদ (২৩) চুয়াডাঙ্গা জেলার সদর থানার হুসকপাড়ার মো: আব্দুল কুদ্দুসের ছেলে।

 

ঘটনা সূত্রে জানা যায়, ২৮ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ঐক্য পরিষদের (লোকোমাস্টার, গার্ড, টিটিই) ডাকা কর্মবিরতির কারণে সারা দেশের মতো রাজশাহী রেলওয়ে স্টেশনেও ট্রেন চলাচল বন্ধ ছিল। এ সময় কিছু যাত্রী রাজশাহী রেল স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় এবং টিকিট পরীক্ষক (টিটিই) কক্ষের চেয়ার-টেবিল ভেঙে ফেলে যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর ফলে সাধারণ জনগণের মধ্যে ভীতি এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দেয়। এ ঘটনায় রাজশাহী রেলওয়ে থানায় একটি মামলা রুজু হয়।

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের নির্দেশনায় আরএমপি’র নগর বিশেষ শাখা (সিটিএসবি) ও সাইবার ক্রাইম ইউনিট দুস্কৃতিকারীদের শনাক্ত করার কাজ শুরু করে। পরবর্তীতে সাইবার ক্রাইম ইউনিট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো পর্যালোচনা করে ঘটনার মূলহোতা সুমনকে শনাক্ত করে। পরবর্তীতে আরএমপি ও রাজশাহী রেলওয়ে থানা পুলিশ আসামি সুমনকে গ্রেপ্তারের জন্য চুয়াডাঙ্গা জেলার সদর থানাকে অবহিত করে।

 

উক্ত তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি সুমন আহম্মেদকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে তাকে রাজশাহী রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

 

গ্রেপ্তারকৃত আসামিকে রাজশাহী রেলওয়ে থানার মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।